"মিথ্যে আশা" ............টি এম একরাম।

লিখেছেন লিখেছেন টিএম একরাম ২৪ জুন, ২০১৭, ১০:২২:২৭ সকাল



ভয় দেখিয়ে লাভ কি বলো

আমারো আছে শক্তি যত,

কিসের নেশায় ভুগছো তুমি

ক্ষমতারই লাল দাপটে।

সন্ধ্যা কভু হয়না একার

সবাই মিলে ভাগবাটোরা,

একের মাঝে শূন্য আছে

ছড়িয়ে তা রঙ যে যতো।

ইচ্ছে হলেই করবে যাহা

সব কিছুকে মিশিয়ে দিয়ে,

সম্ভাবনার আলো এতো

বলো তুমি কোথায় পেলে?

মিথ্যে আশায় বাঁচো তুমি

আকাশ সমান স্বপ্ন তোমার,

রংতুলিরই রাঙা রং-এ

দেখেছো যে স্বপ্ন যত।

সব কিছুরই শেষ যে আছে

ভুলে গেছোকি তুমি তাহা,

ফলটা নাহয় পরেই পাবে

সুখ যা আছে নাও কুড়িয়ে।

বিষয়: সাহিত্য

৫৯১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383436
২৫ জুন ২০১৭ রাত ০১:৫৩
আকবার১ লিখেছেন : চমৎকার ,
383440
২৫ জুন ২০১৭ সকাল ১০:৪০
টিএম একরাম লিখেছেন : ধন্যবাদ আকবর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File